Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা মহাসচিবের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ১৫:৫৭ | আপডেট: ২ অক্টোবর ২০২১ ১৭:৫৭

ঢাকা: জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

শনিবার (০২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক জানান।

ওই শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

শনিবার (০২ অক্টোবর) সকালে শ্যামলীর ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু মৃত্যুবরণ করেন। করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে।

সারাবাংলা/এজেড/একে

জাতীয় পার্টি জিয়াউদ্দিন বাবলু টপ নিউজ মির্জা ফখরুল শোক প্রকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর