ক্যাসিনোকাণ্ড: তদন্তেই থমকে আছে দুদকের কার্যক্রম
২ অক্টোবর ২০২১ ১০:৩১ | আপডেট: ২ অক্টোবর ২০২১ ১১:৪২
ঢাকা: ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর চারটি ক্যাসিনোতে একযোগে অভিযান চালায় র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর লাগাতার শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। অভিযানে যারা গ্রেফতার হন, তাদের অধিকাংশই সরকারদলীয় নেতাকর্মী। এরপর ওই বছরের ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ক্যাসিনো বিরোধী তদন্তের ২ বছর পার হয়েছে। ৪৩ জনের নাম নিয়ে শুরু হওয়া অনুসন্ধানে যোগ হয়েছে দুই শতাধিক রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তার নাম। এরপর হঠাৎ গতি হারিয়ে ফেলে দুদক। দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলেও গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও ব্যবসায়ী জি কে শামীমসহ ২৪ জনের বিরুদ্ধে ২৩টি মামলা করে দুদক। ২৩টি মামলার মধ্যে ১২ মামলায় চার্জশিট দিয়েছে দুদক। অভিযোগ-সংশ্লিষ্ট ২৪ আসামির প্রায় ৫৮২ কোটি টাকার সম্পদও জব্দ করে কমিশন। দুই শতাধিক অভিযুক্তের মধ্যে মাত্র ২৪ আসামির বিরুদ্ধে চার্জশিট দিতে পেরেছে দুদক।
ক্যাসিনোকাণ্ডে নাম আসা পাঁচজন সংসদ সদস্যদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। তারা হলেন- সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সামশুল হক চৌধুরী, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এবং নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু।
এর বাইরেও দুদক অনুসন্ধানে ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোল্লা আবু কাওসার, হুইপ ও চট্টগ্রামের এমপি শামসুল হক চৌধুরী, যুবলীগের ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, জি কে শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া, কৃষক লীগের শফিকুল আলম ফিরোজ, যুবলীগের আনিসুর রহমান আনিস, আরমান, আওয়ামী লীগের এনামুল হক এনু ও তার ভাই রুপন চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ, রাজিব, হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান, জি কে শামীমের ক্যাশিয়ার যুবলীগের সোহেল, ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান, গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও আবদুল হাই, নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম।
এরমধ্যে দুদক যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন তারা হলেন- ইসমাইল চৌধুরী সম্রাট, জি কে শামীম, সেলিম প্রধান, জাকির হোসেন, খালেদ মাহমুদ ভূঁইয়া, কাজী আনিছুর রহমান, তার স্ত্রী সুমি রহমান, এনামুল হক এনু, রুপন ভূঁইয়া ও শফিকুল আলম ফিরোজ। আর মামলার তদন্ত কার্যক্রম চলছে, শফিকুল আলম ফিরোজ, ক্যাসিনো সাঈদ, তারেকুজ্জামান রাজীব, পাগলা মিজান, এনামুল হক আরমান, প্রশান্ত কুমার হালদার (পিকে), প্রকৌশলী উৎপল ও মুমিতুর রহমানের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে দেখা গেছে, ২০০ জনের বেশি ক্যাসিনো ঘটনায় নাম আসলেও কমিশন ব্যবস্থা নিয়েছে বা মামলা করেছে মাত্র ২৩টি। যেখানে আসামি ২৪ জন। এমনকি গণপূর্তের ১৩ জনকে অব্যাহতিও দিয়েছে কমিশন। তারা হলেন, গণপূর্ত অধিদফতরের (আজিমপুর) নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদ, ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোসলেহ উদ্দীন আহাম্মদ, নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, গণপূর্ত অধিদফতরের তদন্ত কোষ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক, মহাখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন, ঢাকা গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী, শেরেবাংলা গণপূর্ত বিভাগ- ৩ এর নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) আব্দুল মোমেন চৌধুরী, ঢাকা সার্কেল- ১ এর অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরী, ঢাকা গণপূর্ত সার্কেল- ৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাফেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মইনুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মুনিফ আহমেদ এবং একই প্রতিষ্ঠানের সাময়িক বরখাস্ত হওয়া আশরাফুজ্জামান।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সারাবাংলাকে বলেন, দুদকের সদিচ্ছা যদি বলি তাহলে সেটারও ঘাটতি থাকতে পারে। এদিকে আবার দুদকের কাছে প্রতিনিয়ত অভিযোগ আসে সেগুলোও আমলে নিতে হয়। জনবলের ঘাটতি থাকতে পারে। তবে দুদকের উচিত যে বিষয়গুলো আলোচিত ঘটনা, সেগুলো প্রাধান্য দিয়ে আগে কাজ শেষ করা।
এ বিষয়ে দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সারাবাংলাকে বলেন, বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কমিশনের তদন্তে যাদের দুর্নীতি উঠে আসবে কমিশন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
সারাবাংলা/এসজে/এএম