গান্ধীর জন্মদিনে হিলি-বেনাপল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
২ অক্টোবর ২০২১ ০৮:২৭ | আপডেট: ২ অক্টোবর ২০২১ ১৪:০০
হিলি (দিনাজপুর): ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপল স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
আজ শনিবার (২ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এবং পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জামিল হোসেন চলন্ত জানান, আজ (শনিবার) ভারতের গান্ধীজির ১৫২ তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি রয়েছে। তাই হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার (৩ অক্টোবর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবে।
এদিকে পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, আমাদের ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতামহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিক উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক গতিতে চলবে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান, মহত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিক উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ (শনিবার) সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ মাছ ভারতে রফতানি হচ্ছে। তবে বেনাপোল বন্দরের লোড-আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, দু দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারপার স্বাভাবিক রয়েছে।
সারাবাংলা/এনএস