বিমানবন্দরে আরটি পিসিআর টেস্টে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি
২ অক্টোবর ২০২১ ০৩:০৮ | আপডেট: ২ অক্টোবর ২০২১ ১২:২৯
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের নির্দেশনা অনুযায়ী প্রবাসী ও বিদেশগামীদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি পিসিআর ল্যাবে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে নমুনা পরীক্ষার শুরুর পর থেকে শুক্রবার (১ অক্টোবর) পর্যন্ত কোনো যাত্রীর মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয় নি।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা.শাহরিয়ার সাজ্জাদ।
ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী যাত্রীদের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের জন্য আরটি পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। ফ্লাইট ছাড়ার প্রায় ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে যান যাত্রীরা। এরপরে তারা নমুনা পরীক্ষা করান এখানে।
তিনি বলেন, বিমানবন্দরে স্থাপিত বেসরকারি ল্যাবে এক হাজার ৬০০ টাকা জমা দিয়ে নিবন্ধন করে নমুনা জমা দেন যাত্রীরা। তিন ঘণ্টা পর করোনা পরীক্ষার সনদ পেয়ে যান তারা। এরপরে ইমিগ্রেশনের বিভিন্ন আনুষ্ঠানিক ধাপ শেষে যাত্রীরা গন্তব্যে পৌছেন।
তিনি আরও বলেন, বুধবার (২৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের অনুমতির পর বিমানবন্দরে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এখানে কোনো যাত্রীর মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয় নি।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে প্রায় তিন মাস ফ্লাইটে নিষেধাজ্ঞা ছিল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের। ৪ আগস্ট বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে সংযুক্ত আরব আমিরাত। তবে ভ্রমণের ৬ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে র্যাপিড পিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে— এমন নির্দেশনা দেয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
সারাবাংলা/এসবি