Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুফাতো বোন হামিদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১৭:৫৫ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৭:৫৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যকালে হামিদা ওয়াদুদ পলির বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, দুই বোন নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা গেছেন।

শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর সকাল দশটায় বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।

সারাবাংলা/এনআর/এমও

প্রধানমন্ত্রীর শোক ফুফাতো বোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর