Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ভর্তি পরীক্ষায় চবি কেন্দ্রে অনুপস্থিত ২৫১০ জন

চবি করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১৭:৪২

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

শুক্রবার (১অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়েছে। শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য ক-ইউনিট ভর্তি কমিটির চবি কো-অর্ডিনেটর বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মোহাম্মদ নাসিম হাসান নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ১১ হাজার ২১০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ৮ হাজার ৭০০ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজর ৫১০ জন। তবে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ব্যবস্থাপনা খুব ভালো ছিল। সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ হয়েছে।’

আগামীকাল শনিবার (২ অক্টোবর) খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে চবি কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৮৫২ জন।

সারাবাংলা/সিসি/এমও

চবি কেন্দ্র ঢাবি ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর