Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১৭:১৩

ঢাকা: পোশাক শ্রমিকদের প্রোডাকশন অনুযায়ী টার্গেটের নামে হয়রানি বন্ধ করা, দ্রব্যমূল্য কমানো ও নিম্নতম মজুরি পুনর্গঠন করার দাবি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক সংহতি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ‘২০১৮ সালে নিম্নতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের মজুরি ঘোষণা করার পরে ৩ বছর পার হয়েছে। অন্যদিকে গত ৬ মাসে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে চলে গেছে শ্রমিকদের ধরাছোঁয়ার বাইরে। চাল, ডাল, তেল, চিনি, ডিমসহ সব পণ্যের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে, শ্রমিকরা এখন আগের চাইতে অর্ধেক কিনেও কুলাতে পারছে না। খাদ্যপণ্যসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্গঠন করতে হবে।’

আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেন বলেন, ‘চাকরি হারানো শ্রমিকরা, যারা নতুন করে চাকরি পেয়েছেন তাদের মজুরি কমে গেছে। অন্যদিকে গত ৩ বছরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে দুই বার, গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে, এলপিজির দাম বৃদ্ধি করেছে সরকার, বৃদ্ধি করা হয়েছে পানির দামও। ফলে শ্রমজীবী মানুষের বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে, বেড়েছে যাতায়াত খরচ, বেড়েছে শিক্ষা ও চিকিৎসা ব্যয়।অ বিলম্বে সব ক্ষেত্রের শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করার কোন বিকল্প নেই। আমরা চাই এসব অন্যায় অবিচার বন্ধ হোক। শ্রমিকরাও মানুষ, তারা কিভাবে বাঁচবে। এভাবে সবকিছু চলতে পারে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, সাহিদা আক্তার, সাভারের সংগঠক সেলিনা আক্তার, মিরপুরের সংগঠক আসাদুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমও

বাংলাদেশ শ্রমিক সংহতি মজুরি পুনর্গঠন শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর