Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসির তালিকায় বন্ধ থাকলেও এখনও চালু ৭ আইপি টিভি

সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১৬:৩৩ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৮:৪৮

ঢাকা: গত ১৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৯টি অবৈধ ও অনিবন্ধিত আইপি (ইন্টারনেট প্রটোকল) টিভি বন্ধ করার কথা জানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। বিটিআরসির তালিকায় ৫৯টি আইপি টিভি বন্ধ থাকলেও এখন সাতটি চ্যানেল চালু আছে।

চালু থাকা আইপি টিভিগুলো হলো— জাগোবিডি, এটিএন মিউজিক, লাইভ২ওয়েব, এটিএন ইসলামিক টিভি, ইকরা বাংলা ও ডিজিবাংলা, মাাদানি টিভি। এ ছাড়া চ্যানেল এস টিভির ওয়েবসাইট, টাইমস টুয়েন্টিফোর ডট টিভি, প্রবাসী ডট টিভি, হারনেট টিভি, ফ্ল্যাশ টিভির ওয়েবসাইট চালু আছে।

বিজ্ঞাপন

বিটিআরসি জানায়— কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন কিনে বা ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপি টিভি দেখাচ্ছে। অথচ তাদের কোনো বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এসব সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন।

বিটিআরসির তালিকা অনুযায়ী বন্ধ হওয়া আইপি টিভিগুলো হলো- জাগোবিডি, বাংলা ২১ টিভি, মিলেনিয়াম টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, এটিএন মিউজিক, টাইম টেলিভিশন, লাইভ২ওয়েভ টিভি, বরেন্দ্র টিভি, রং টিভি, এটিএন ইসলামিক টিভি, মুভি বাংলা টিভি, টাইমস ২৪ টিভি, প্রবাসী টিভি, আরটিভি মিউজিক, টোটাল ক্যাবল, নকশী টিভি, জয় টিভি, বী আইপি টিভি, প্যানাভিশন টিভি, চ্যানেল এস বিডি, এনআরবি টিভি, ৭১ বাংলা টিভি, টিভি ওয়ান ইউকে, দেশেবিদেশে, আইওএন টিভি ইউকে, দাওয়াহ টিভি, ম্যাজিক বাংলা টিভি, মাদানী বাংলা, ইকরা বাংলা টিভি, ডিজি বাংলা টিভি, মাই সিনেমা, রোয়াল টিভি, আলিফ টিভি, জন্মভূমি টিভি, এবি টিভি ইউএসএ, জয়যাত্রা টিভি, কিউ টিভি, কুমিল্লা ২৪, কালারশিপ টিভি, হারনেট টিভি, নারী টিভি, আল্পনা টিভি, আযান টিভি, গ্লোবাল বাংলা টিভি, ঢাকা টিভি, এনটিভি বাংলা, চ্যানেল টি ওয়ান, জাগরণী টিভি, এনএএন টিভি, এমবি টিভি, স্বপ্ন টিভি, মুভি ২, বিশ্ব বাংলা ২৪, আরএনএন টিভি, ফ্ল্যাশ টিভি, চ্যানেল এইচ, সিটি টিভি, ঝংকার টিভি এবং টিভি ৭।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আইপি টিভি বিটিআরসি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর