Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে: ঢাবি প্রক্টর

ঢাবি করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১৫:১৬

ঢাকা: কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রক্টর বলেন, এবার সবচেয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। আমরা কোনো ধরনের অপ্রীতিকর বা বিচ্ছিন্ন ঘটনার সংবাদ পাইনি।

এর আগে বেলা ১১টায় দেশের আটটি বিশ্ববিদ্যালয়ে একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এই ইউনিটে ১ হাজার ৮১৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষার আবেদন করেছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য গড়ে ৬৫ জন শিক্ষার্থী লড়েছেন।

সারাবাংলা/আরআইআর/এসএসএ

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা টপ নিউজ ঢাবি প্রক্টর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর