Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা সীমান্তে ১১ ভারতীয় গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১৪:২৯

নেত্রকোনা: সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়ার বাদামবাড়ী থেকে ১১টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।

বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) গরুগুলো জব্দ করেন। এগুলোর বাজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) লে. কর্নেল এ এস এম জাকারিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মরত নায়েব সুবেদার মো. ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১১৬০/২-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদামবাড়ী নামক স্থান হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়।

সারাবাংলা/এএম

বিজিবি ভারতীয় গরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর