প্রায় সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি
১ অক্টোবর ২০২১ ১৪:২৯ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৪:৫৮
ঢাকা: গেলো মাসে প্রায় প্রতিদিনই বাজারে পণ্যের দাম বেড়েছে, যা চলমান রয়েছে অক্টোবর মাসের প্রথম দিনেও। গত সপ্তাহের ধারাবাহিকতায় মাছ, মুরগি, ডিম সবজি ও মসলার বাজারে এখনও চলছে দাম বাড়ানোর প্রতিযোগিতা।
শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের দাম আকাশ ছুঁয়েছে। এমনকি ব্রয়লার মুরগির দামও চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। এই সপ্তাহে ব্রয়লার মুরগির কেজিতে আরও ৫ টাকা করে বেড়েছে। আর ইলিশের কেজি সাইজ বিক্রি হচ্ছে পনেরোশো টাকায়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। পণ্যটির দাম চাওয়া হচ্ছে ৫৫ টাকা।
ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫৫ থেকে ১৬৫ টাকা। আর চলতি মাসের শুরুর দিকে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।
ব্রয়লার মুরগির মতো পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও বেড়েছে। গেল মাসের শুরুতে ২০০ টাকার গোড়ায় থাকা দাম এখন ৩০০ থেকে ৩২০ টাকায় উঠেছে। দেশি মুরগির দাম উঠেছে ৪৫০ থেকে ৫০০ টাকা।
ডিমের মধ্যে ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
দুয়েকটি বাদে এখন প্রায় সব সবজির দামই ৫০ টাকার ওপরে। ব্যতিক্রম কেবল আলু, পেঁপে আর কলার মুচি। সবজির বাজার ঘুরে দেখা গেছে, এই মুহূর্তে সবচেয়ে দামি সবজিটি হলো গাজর, যেটি ১২০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। এক সপ্তাহে গাজরের দাম কেজিতে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।
সেঞ্চুরির ক্লাবে থাকা অন্য আরেকটি সবজি হলো শিম। শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। তবে গত সপ্তাহের তুলনায় শিমের দাম কমেছে ২০ টাকা। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।
এছাড়াও বেশি দামে বিক্রি হওয়া সবজির মধ্যে ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, ঢ়েঁড়সের কেজি ৬০ থেকে ৭০ টাকা, বরবটির কেজি ৮০ থেকে ৯০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এসব সবজির দাম মৌসুম আসার আগ পর্যন্ত আরো কিছুটা বাড়তে পারে।
এদিকে দেশের বাজারে শেষ সময়ে বেড়েছে ইলিশের দাম। বাজারে সবচেয়ে ছোট ইলিশটিও ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছে দোকানিরা। সবচেয়ে বড় ইলিশটির গান চাওয়া হচ্ছে ১৫শ থেকে ১৮শ টাকা কেজি।
অন্যন্য মাছের মধ্যে রুই, কাতল, তেলাপিয়া, পাঙ্গাসসহ অন্যান্য ছোট দেশি মাছ বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। সামুদ্রিক মাছর মধ্যে টুনা ২২০ এবং স্যালমন বা তেইল্যা বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে।
সারাবাংলা/টিএস/একে