Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলে ফিরছেন শেকৃবি শিক্ষার্থীরা

শেকৃবি করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১৩:১৬ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৩:৩৫

ঢাকা: দেড় বছর পর বিশ্ববিদ্যালয়ে ফিরছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় প্রতি হলে প্রবেশের পূর্বে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমপক্ষে এক ডোজ নেওয়া ও দ্রুত টিকা গ্রহণ করবে এমন শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে বলেও জানিয়েছে শেকৃবি প্রশাসন।

বিজ্ঞাপন

দেড় বছর পর ক্যাম্পাসে ফিরতে পেরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘবিরতির পর ক্যাম্পাসে ফিরতে পারার অনুভূতি জানিয়ে শিক্ষার্থী সোহেল আহমেদ সারাবাংলাকে বলেন, অনেকদিন পরে ক্যাম্পাসে ফিরে সত্যিই অনেক ভালো লাগছে। বাসায় থাকাটা আমাদের মানসিক অবসাদের কারণ হয়ে উঠছিল। শিক্ষার্থী এবং ক্যাম্পাস দুইই তাদের স্বরূপ ফিরে পাবে বলে আশা করছি।

স্বাস্থ্যবিধি মানতে হলগুলোর প্রবেশ মুখে রাখা হয়েছে বেসিনের ব্যবস্থা। এছাড়া পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো ব্যবহার করেই শিক্ষার্থীরা হলে উঠছে বলে জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের প্রোভস্ট অধ্যাপক মো. সিরাজুল ইসলাম জানান, আমরা আমাদের সবোর্চ্চ চেষ্টা করেছি হলগুলোতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে। বেসিন ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হলগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা হয়েছে।

তবে শিক্ষার্থীর বিপরীতে পর্যাপ্ত সিট না থাকায় গণরুম ব্যবস্থা তুলে দেওয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. হারুন উর রশিদ বলেন, সিন্ডিকেট মিটিংয়ে আবাসিক হলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলগুলোর প্রভোস্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সবকিছু সুন্দর ভাবেই সম্পন্ন হবে বলেই মনে করি।

সারাবাংলা/এএম

শেকৃবি শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর