বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় যারা
১ অক্টোবর ২০২১ ১২:০৩ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১২:২৯
ঢাকা: আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। নির্বাচনের জন্য এবার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৩২ জন প্রার্থী। বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। যেখানে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি ২) থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আম্বার স্পোর্টিংয়ের শওকত আজিজ রাসেল। ফলে তিন ক্যাটাগরিতে সবমিলিয়ে ২৩টি পদের জন্য এবারের নির্বাচনে ৩১ জন প্রার্থী লড়ছেন।
উল্লেখ্য, ‘ক্যাটাগরি ১’ এ ১০টি পদের বিপরীতে ১৩ জন, ‘ক্যাটাগরি ২’ এ ১২টি পদের বিপরীতে ১৬ জন এবং ‘ক্যাটাগরি ৩’ এ ১টি পদের বিপরীতে ২ জন প্রার্থী লড়বেন।
৬ অক্টোবর মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারপর ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আর ৭ অক্টোবর বেলা ৩টায় ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালনা পরিষদ নির্বাচন ২০২১ এর প্রার্থীদের চূড়ান্ত তালিকা
আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি-ক্যাটাগরি-১ (ঢাকা বিভাগ)
দুইটি পরিচালক পদের জন্য মনোনয়ন দাখিলকারী ০৪ (চার) জন বৈধ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় চূড়ান্ত প্রার্থী হয়েছেন চারজন। এরা হলেন তানভীর আহমেদ (টিটু) (নারায়ণগঞ্জ জেলা), এ. এম. নাঈমুর রহমান, এমপি (মানিকগঞ্জ জেলা), সৈয়দ আশফাকুল ইসলাম (টিটু) (কিশোরগঞ্জ জেলা), মো. খালিদ হোসেন (মাদারীপুর জেলা)
আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি-ক্যাটাগরি-১ (রাজশাহী বিভাগ)
একটি পরিচালক পদের জন্য মনোনয়ন দাখিলকারী ০২ (দুই) জন বৈধ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় চূড়ান্ত প্রার্থীরা হলেন মো. খালেদ মাসুদ পাইলট (রাজশাহী বিভাগ), সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা জেলা)।
ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি (ক্যাটাগরি-২)
১২ (বার) টি পরিচালক পদের জন্য মনোনয়ন দাখিলকারী ১৭ (সতেরো) জন বৈধ প্রার্থীর মধ্যে ০১ (এক) জন (জনাব শওকত আজিজ রাসেল, ভোটার নং-১১৪) মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্ত প্রার্থী হলেন-
১. নাজমুল হাসান (আবাহনী লি.)
২. গাজী গোলাম মূর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
৩. নজিব আহমেদ (লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি.)
৪. মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.)
৫. মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.)
৬. ওবেদ রশীদ নিযাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব)
৭. সাইফুল ইসলাম ভূইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব)
৮. মো. সালাহউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)
৯. মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স)
১০. মো. এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব)
১১. ফাহিম সিন্হা (সূর্ধ তরুণ ক্লাব)
১২. ইফতেখার রহমান (ফেয়ার ফাইটারস স্পোর্টিং ক্লাব)
১৩. মনজুর কাদের (ঢাকা এসেটস্)
১৪. মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব)
১৫. মোহাম্মদ রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি)
১৬. মো. মনজুর আলম (মনজু) (আসিফ শিফা ক্রিকেট একাডেমী)
অন্যান্য প্রতিনিধি (ক্যাটাগরি-৩): দুইটি পরিচালক পদের জন্য মনোনয়ন দাখিলকারী দুইজন বৈধ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় চূড়ান্ত প্রার্থী তালিকায় খালেদ মাহমুদ সুজন (সাবেক ক্রিকেট খেলোয়াড়)
নাজমুল আবেদীন (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) রয়েছেন।
সারাবাংলা/একে