Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ভর্তিযুদ্ধ, প্রতি আসনের জন্য লড়ছেন ৬৫ জন

ঢাবি করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ১০:১১ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১০:২২

বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায়।

করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগের আটটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী।

বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে ১ হাজার ৮১৫টি আসন রয়েছে। সেই হিসেবে এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৬৫ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের পছন্দকৃত কেন্দ্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগের আটটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/আরআইআর/এএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর