ঢাবির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত বেরোবিসহ ৫ কেন্দ্র
৩০ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৪
রংপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (১ অক্টোবর)। এ বছর প্রথমবারের মতো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সে পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি কেন্দ্র।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ সারাবাংলাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনাকালীন পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অসাধুপায় অবলম্বন ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।’
তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ সর্ব সাধারণের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।’
উপাচার্য জানান, শুক্রবার সকাল ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত খ ইউনিট, ৯ অক্টোবর বহু নির্বাচনীর মাধ্যমে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর সরকারি কলেজ ও কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে প্রকাশিত তথ্যানুযায়ী, এই ভর্তি পরীক্ষায় রংপুর বিভাগে মোট ৩১ হাজার ৩০৭ জন শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ক ইউনিটে ১০ হাজার ৩৪৮ জন, খ ইউনিটে ৬ হাজার ৬১১ জন, চ ইউনিটে ১ হাজার ৯৬৫ জন, গ ইউনিটে ১৩৬২ জন এবং ঘ ইউনিটে ১১ হাজার ২১ জন পরীক্ষার্থী অংশ নেবে।
উল্লেখ্য, রংপুর বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থানীয়ভাবে সমন্বয় করছে।
সারাবাংলা/পিটিএম