Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউশের উৎপাদন বাড়াতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৬

ঢাকা: আউশের উৎপাদন বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আউশ ধানের ফলনে বর্তমানে যে সময় লাগছে তার চেয়েও কম সময়ে ও অধিক উৎপাদনযোগ্য জাত উদ্ভাবনের পদক্ষেপ নিতেও সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১৭তম বৈঠকে এ ‍সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরন এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

কৃষক সেবা আরও বৃদ্ধি এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে সরকারি রাজস্বে নির্মিত জরাজীর্ণ পুরাতন আবাসনগুলোকে আবাসযোগ্য বা নতুন করে নির্মাণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয় বৈঠকে।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আউশ উৎপাদন সুপারিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর