Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদ যাতে ধর্মীয় উগ্রবাদের কেন্দ্র না হয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৫

ঢাকা: মসজিদে যাতে ধর্মীয় উগ্রবাদের কেন্দ্র না হয় সেজন্য ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য জনবল নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও রত্না আহমেদ অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন ও মসজিদ নির্মাণের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতে সুপারিশ করা হয়।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (দায়িত্ব প্রাপ্ত), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

মসজিদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর