Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল পিয়াসার ২ মামলায় জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:২৪

ঢাকা: রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের করা মাদকের পৃথক দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানার পৃথক তিন মামলায় পিয়াসার জামিন শুনানি করেন মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত দুই মামলায় জামিনের আদেশ দেন।

গত ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন গুলশান থানার মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর ভাটারা থানার মামলায় পিয়াসার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি পুলিশ।

সারাবাংলা/এআই/পিটিএম

জামিন মডেল পিয়াসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর