Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার দাম ভরিতে ১৫১৬ টাকা কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:০৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:১৪

ঢাকা: দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে। সোনার দাম কমলেও রুপার দাম আগের মতোই থাকছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়— সিলমোহরকৃত ২২ ক্যারেটের সোনা প্রতি গ্রামের দাম ৬ হাজার ৩০০ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট সোনা ৫ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতিগ্রাম সোনার দাম ৪ হাজার ৩৯৫ টাকা।

সিলমোহরকৃত ২২ ক্যারেটের রুপোর দাম ১৩০ টাকা, ২১ ক্যারেট রুপোর দাম ১৩০ টাকা, ১৮ ক্যারেট রুপোর দাম ১০৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম রুপোর দাম ৮০ টাকা।

করোনা পরিস্থিতি ও গ্রাহকের স্বার্থের কথা চিন্তা করে সোনার দাম কমানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, ২২ আগস্ট থেকে সোনার দাম ১৫১৬ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে গত ২০ জুন ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা কমানো হয়।

সারাবাংলা/একে

টপ নিউজ বাজুস সোনার দাম সোনার ভরি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর