Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিদ্যুতের খুঁটিতে যুবকের ঝুলন্ত লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় একটি পাহাড়ে বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ পেয়েছে পুলিশ। যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খুলশী থানার শতাব্দী হাউজিংয়ের পাশে রূপসী পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃত যুবক মো. খোকন (৩০) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রামুই তালুকদার বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তাদের বাসা নগরীর খুলশী থানার শতাব্দী হাউজিংয়ের তিন নম্বর সড়কে জমির উদ্দিনের ভবনে।

নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) মো. শাহ আলম সারাবাংলাকে বলেন, ‘স্থানীয়দের কাছে রূপসী পাহাড় নামে পরিচিত একটি পাহাড়ে এক লাখ ৩০ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় খোকনকে পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, প্রায় ছয় মাস আগে থেকে তার মানসিক সমস্যা দেখা দেয়। সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। দেড় মাস আগে বাড়িতে ফিরে গিয়েছিল। চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ ছিলেন। গত রোববার রাত ১০টায় বাসা থেকে বেরিয়ে যান। এরপর তার কোনো হদিস ছিল না। চারদিন পর আজ (বৃহস্পতিবার) লাশ পাওয়া গেছে।’

ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে- সেটি তদন্ত চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার শাহ আলম।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর