রাবির হল খুলছে ১৭ অক্টোবর, ক্লাস শুরু ৩ দিন পর
রাবি করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর। এর আগে হল খুলে দেওয়া হবে ১৭ অক্টোবর।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুস্তাক আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম একাডেমিক কাউন্সিল সভায় আগামী ১৭ অক্টোবর ২০২১ থেকে হলগুলো খুলে দেওয়া হবে। এরপর ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস করা যাবে।
এছাড়া, এবারের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও