‘সাংবাদিকদের সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে সততার সঙ্গে কাজ করতে হবে’
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:০০
ঢাকা: কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) এর সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোছাইন ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হয়ে তাদেরকে সংগঠনটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুরান ঢাকার আদালত এলাকার এক রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি হাসিব বিন শহিদের সভাপতিত্বে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু, সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সংগঠনটির সহ-সভাপতি লিটন মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, ‘আমি সাংবাদিকদের সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু বর্তমানে কিছু মানুষ সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করেছে। তাই সাংবাদিকদের সকল প্রশ্নের উর্ধ্বে থেকে সততার সঙ্গে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকে কোর্ট রিপোর্টার্স ইউনিটিকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সবাই একযোগে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘আইনজীবী পেশা একটি মহৎ পেশা। এই পেশা অনেক সহজ হয়ে গেছে। আগে আইনজীবীরা টাকার পেছনে ছুটত না। টাকা তাদের পেছনে ছুটত। এখন আমাদের আইনজীবীদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। আর সত্যিকারের আইনজীবীদের মানুষ খুঁজে নেয়। তাই সেইভাবে নিজেদের গড়ে তুলতে হবে।’
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় কাজ করা অনেক গৌরবের। আপনাদের সকল কাজে লাগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে কোর্ট রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার বলেন, ‘সাংবাদিক বন্ধু আইনজীবী হিসেবে পদার্পণ করায় তাদেরকে অভিনন্দন। আজকের এই আয়োজন তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
সারাবাংলা/এআই/একে