Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তিচ্ছুদের সহায়তা দেবে ছাত্রলীগ, অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৮

ঢাকা: ঢাবিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন না করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট। এ ছাড়া ভর্তি পরীক্ষা চলাকালে স্থায়ী তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহসহ স্বাস্থ্যবিধি রক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার কথা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ইউনিটটির শীর্ষ দুই নেতা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ইউনিটটির সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ‘আপনারা যারা ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক, আপনারা কোনোভাবেই যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ আর্থিক লেনদেন না করেন। আপনারা সতর্ক থাকবেন। আমরা চাইব, সুস্থ ও সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হোক।’

আওয়ামী লীগ সরকার ভর্তি পরীক্ষায় অসদুপায় বন্ধে সচেষ্ট জানিয়ে সঞ্জিত চন্দ্র দাস বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বন বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সহায়তা কর্মসূচি তুলে ধরা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— স্থায়ী তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্প এবং ৭টি বিভাগের পরীক্ষাকেন্দ্র এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেসব নেতাকর্মী উপস্থিত আছেন, তারা শিক্ষার্থীদের সহায়তায় পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর