বাংলাদেশে প্রথম এটিএম মেশিন তৈরি করতে যাচ্ছে টেকনো
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৪
ঢাকা: বাংলাদেশে প্রথম অটোমোটেড টেলার মেশিন (এটিএম) তৈরি করতে যাচ্ছে টেকনো মিডিয়া লিমিটেড। আর কোম্পাটিতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে ২৫০ জন শিক্ষিত তরুণের। কোম্পানিটি দেশে নিজস্ব কারখানায় দুই ধরনের প্রযুক্তি সম্পন্ন মেশিন তৈরি করবে। একটি এটিএম মেশিন এবং আরেকটি হলো ক্যাশ রিসাইকেলার মেশিন (সিআরএম)।
এজন্য কোম্পানিটিকে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এক একর জায়গা বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে হাইটেক পার্কের জায়গা বরাদ্দের দলিল হস্তান্তর করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) দলিল গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে যশোদা জীবন দেবনাথ সারাবাংলাকে বলেন, আড়াই মিলিয়ন ডলার দিয়ে কোম্পানি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এই বিনিয়োগ আরও বাড়বে। আমরাই প্রথম বাংলাদেশে এটিএম মেশিন তৈরি করতে যাচ্ছি। এখাতে দেশে অন্তত দুইশত কোটি টাকা বাঁচবে। এই পরিমাণ টাকার এটিএম মেশিন বিদেশ থেকে আমদানি করা হতো। এই বিপুল পরিমাণ টাকা বাঁচার কারণে অনেক কর্মসংস্থানেরও সুযোগ হবে।
জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একটা আধুনিক সমাজ গড়ে উঠেছে। আধুনিক বিজ্ঞান প্রযুুক্তির মাধ্যমে গড়ে ওঠা গার্মেন্টস নিয়ে আমরা গর্ব করি। সেখানে আমাদের সস্তা শ্রম ছিল। কিন্তু এখানে সস্তা শ্রম চলবে না, সেক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের ফ্যাক্টরিতে হরেক পণ্য উৎপাদন হচ্ছে। আপনারা মান নিয়ে সচেতন থাকবেন। আমাদের কোয়ালিটির ব্যাপারে সচেতন থাকতে হবে। এখানে যারা আজ চুক্তি বদ্ধ হলেন সকলকে আমাদের অভিনন্দন। বেসরকারি সেক্টরকে নিয়ে আগাতে হবে। আমাদের বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের উন্নত রাষ্ট্রের চেয়ে সভ্য রাষ্ট্রের প্রয়োজন।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের জাতীয় জীবনে ২০২১ সাল খুব গুরুত্বপূর্ণ। এই সালে ২০২১ সালে প্রধানমন্ত্রীর স্বপ্ন বান্তবায়ন করেছি আমরা। আমরা মহামারিকালে যেভাবে অর্থনীতির চাকা সচল রেখেছি, তার কর্তৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক । তবে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তবে তার স্বপ্ন পূরণ করছেন প্রধানমন্ত্রী। তিনি কাজ করছেন নিরলসভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কাজ থেমে ছিল না। একনেকে একের পর এক প্রকল্প পাশ হয়েছে। আজকে দেশের এত হাইটেক তা প্রধানমন্ত্রী না থাকলে হত না। ১৯৯৬ সালে বিএনপির কারণে আমরা স্যাটেলাইট ক্যাবলে যুক্ত হতে পারিনি। পরবর্তীতে আমরা তাতে যুক্ত হয়েছি। আগে দেশে এক ফোন কোম্পানি ছিল, এখন সব কোম্পনি উন্মুক্ত আছে। সরকারের একটি সঠিক সিদ্ধান্ত দেশকে যে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে তার অন্যতম উদাহরণ প্রধারমত্রী শেখ হসিনা।
চুক্তির আওতায় আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে টেকনো মিডিয়া লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড, সেলট্রোন ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিস লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, ম্যাকটেল লিমিটেড, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর রেডডট ডিজিটাল ও ফেলিসিটি বিগ ডাটা লিমিটেড নামীয় প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের সুযোগ পেল।
সারাবাংলা/ইউজে/এনএস