Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৫

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সন্দ্বীপে ছয় বছর আগে আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে খুনের দায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরাও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডিতরা হলেন সন্দ্বীপের মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান শাহীন, আব্দুর রহমান প্রকাশ হুজুর, জামাল উদ্দিন, আহসানুল্লাহ, আব্দুর রহমান, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, আশরাফ, ফারুক ও ফুলমিয়া।

আসামিদের মধ্যে ৯ জন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। দু’জন পলাতক আছেন বলে জানিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ূব খান।

রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালে মনিরুল আলমকে খুন করা হয়। এ ঘটনায় তার ভাই রবিউল আলম বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা দায়ের করেছিলেন।

পিপি আইয়ূব খান সারাবাংলাকে জানান, মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগ গঠনের পর ২০ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে রাষ্ট্রপক্ষ।

বশিরুল আলম নামে একজনকে সাক্ষ্য দেওয়ার অপরাধে নির্মমভাবে খুনের অভিযোগ আছে বলে জানিয়েছেন পিপি আইয়ূব খান।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ খুন যাবজ্জীবন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর