Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৮

ঢাকা: আওয়ামী লীগকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমাদের দল নিয়ে আওয়ামী লীগকে না ভাবলেও চলবে। তাদের নিজের চরকায় তেল দিতে বলেন। কীভাবে তারা টিকে থাকবে সেই চিন্তা করতে বলেন। ওদের টিকে থাকার সুযোগ আর নাই। মানুষের মুখে মুখে কথা উঠে গেছে, আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে।’

‘বিএনপি আন্দোলন করতে চায়, তাদের নেতা কে? আগামী নির্বাচনে কে হবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী? আগে সেটা ঠিক করতে বলেন’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর এমন বক্তব্যের জবাবে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে, বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা আব্বাস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি আব্দুস সালাম, ওলামা দরের সভাপতি মাওলানা শাহ নেছারুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা উচিত’- প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার এমন বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে বললে মির্জা আব্বাস বলেন, ‘ও তো একটা খারাপ লোক, বাজে লোক। তাছাড়া এটা (নির্বাচন কমিশন গঠন) কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। হতে দেওয়া হবে না। যে সরকার আগের রাতে ভোট চুরি করে ক্ষমতায় বসে ওই সরকারের অধীনে নির্বাচন হয় কেমনে? আর যে সরকার আমার নেত্রীসহ সারাদেশে অজস্র নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে, সেই সরকারের অধীনে নির্বাচন হয় কীভাবে?’

বিজ্ঞাপন

‘এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবেও না। সুতরাং এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’- বলেন মির্জা আব্বাস।

‘বিএনপি বলছে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ বলছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সুযোগ নেই। তাহলে বিএনপি কীভাবে তত্ত্বাবধায়কের দাবি আদায় করবে?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি ইতোপূর্বে বহুবার দাবি আদায় করেছে। এবারও করবে। সময়ের ব্যাপার মাত্র। এই তত্বাবধায়ক সরকারের দাবিটা বিএনপি করেছিল? এই তত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিল জামায়াতে ইসলাম। অতঃপর আওয়ামী লীগ এটাকে টেকওভার করে। তারা তত্বাবধায়ক সরকার আনতে বলে, আমরা নিয়ে আসি। পরমতকে শ্রদ্ধা করি বলেই আমরা এটাকে সংযোজন করেছিলাম। এখন ওনারা বলছেন, পরিবর্তনের সুযোগ নাই। তো আওয়ামী লীগ পদত্যাগ করুক। তারপর যেভাবে দেশ চলে চলুক। আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।’

মুফতি ইব্রাহিমের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা দেখলেন আমরা এখানে এসেছি ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে। আমরা হলাম বহু জাতিগোষ্ঠীর সমন্বয়ে বিএনপি। এখানে তাঁতী, শ্রমিক, আলেম-ওলামা সকলেই আছে। গতকাল দেখলাম মুফতি ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। এই দেশে জ্ঞানী-গুণী, আলেম-ওলামাদেরকে গ্রেফতার করে এই সরকার কাকে খুশি করতে চাচ্ছে, আমরা বুঝতে পারছি না। তারা এমন কাউকে খুশি করতে চায়, যারা সব সময় আমাদের নিপীড়ন করতে ভালোবাসে। গত ছয় মাসে কতগুলো আলেমকে গ্রেফতার করে গায়েব করে দেওয়া হলো। কী কারণে।’

সারাবাংলা/এজেড/এনএস

আওয়ামী লীগ বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর