মামলার জট কমাতে নেওয়া হচ্ছে প্রকল্প
৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৮
ঢাকা: আইনি সেবা নিশ্চিত করে মামলা জট কমাতে আসছে ‘স্ট্রেনদেনিং অ্যাসেস টু জাস্টিস অ্যান্ড লিগ্যাল রিফর্ম’ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৯২ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ কোটি টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৮০ কোটি ১১ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য রয়েছে। প্রকল্পটি নিয়ে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির (এসপিইসি) সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিকল্পনা কমিশনের উপপ্রধান দেবোত্তম স্যানাল স্বাক্ষরিত এসপিইসি সভার কার্যপত্রে বলা হয়েছে, দেশের জনগণের বিশেষ করে দরিদ্র, অসহায় নারী এবং শিশুদের বিচারপ্রাপ্তির মাধ্যমে সুশাসন বৃদ্ধিকরা এবং বিচার ব্যবস্থার জন্য জবাবদিহিতা মূলক দক্ষ ও কার্যকর বিচারিক পরিষেবা দেওয়ার জন্য নতুন সংস্কার পদ্ধতি নেওয়াই হচ্ছে প্রকল্পটির উদ্দেশ্য।
প্রকল্পের লক্ষ্যমাত্রা সম্পর্কে বলা হয়, ফৌজদারী বিচারসংশ্লিষ্ট (কমপক্ষে দুটি) প্রতিষ্ঠানগুলোর জন্য পিছিয়ে পড়া ব্যক্তিদের অধিকার, আইন, আইনগত সহায়তা, প্রতিকার প্রাপ্তির স্থান ইত্যাদি সম্বলিত প্রচার ও প্রচারণার কৌশল তৈরি করা। মামলার জট দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে একাধিক মামলা ব্যবস্থাপনা কমিটির পরিবর্তে একটি একক মামলা ব্যবস্থাপনা কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করা, যার উদ্দেশ্য হবে মামলার বাছাইয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা। জাস্টিস অডিট এবং অন্যান্য তথ্য উপাত্তের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে আইন সংস্কারের নতুন পদক্ষেপ নেওয়া। ডিজিটাল অ্যাপ্লিকেশন যুক্ত করে বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে তথ্যপ্রবাহ নিশ্চিত করা। জেরার সংবেদনশীল নীতিমালা প্রস্তুত করা। মামলার সংখ্যা কমানোর উদ্দেশ্যে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য কমিউনিটি লিগ্যাল সার্ভিস নিশ্চিত করা।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, গত চার বছরের পরিসংখ্যান থেকে জানা যায়, দেশের পাঁচজন ব্যক্তির মধ্যে চারজনই এক বা একাধিক বিরোধের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। বিরোধগুলোর মধ্যে ভূমি সংক্রান্ত, প্রতিবেশিদের সঙ্গে বিবাদ ও অন্যান্য ক্ষুদ্র বিরোধগুলো উল্লেখযোগ্য। অধিকাংশ ফৌজদারী বিরোধ ভূমি সংক্রান্ত এবং প্রতিবেশিদের সঙ্গে বিবাদ থেকে সৃষ্ট। অন্য একটি তথ্যে দেখা যায়, ১৩ শতাংশ জনগণ আইনগত প্রতিকার পেতে আনুষ্ঠানিক বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন। সেক্ষেত্রে তাদের দক্ষ ও বিবেচনাবান্ধব একটি আইনের যাত্রা প্রয়োজন। যা তাদের প্রত্যাশিত ফলাফল পেতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী এরমধ্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে বিশেষ করে কারাবন্দিদের আইনগত সহায়তা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন। তিনি মামলাজট নিরসনে দ্রুত মামলা নিষ্পত্তির প্রতিও গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের আইনের দৃষ্টিতে সমতা, আত্মপক্ষ সমর্থনে অধিকার এবং দ্রুত বিচার নিষ্পত্তির বিষয়ে উল্লেখ রয়েছে। আইনও বিচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি দক্ষ ও কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করতে সচেষ্ট। প্রয়োজনীয় আইন, নীতিমালা, বিধিমালা, কৌশলপত্র ও পরিপত্র ইত্যাদি প্রণয়নের মাধ্যমে জনগণের আইনগত সহায়তাসহ ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।
এরমধ্যে ‘জাস্টিস রিফর্ম অ্যান্ড করাপশন প্রিভেনশন’ প্রকল্পের মাধ্যমে পদক্ষেপগুলো দক্ষ ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করে ভুমিকা রাখবে। প্রস্তাবিত প্রকল্পটি দেশের জনগণের বিশেষ করে দরিদ্র, অসহায়, নারী এবং শিশুদের বিচারপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং বিচার ব্যবস্থার জন্য জবাবদিহিমূলক, দক্ষ এবং কার্যকর বিচারকি পরিষেবা দেওয়ার জন্য নতুন সংস্কার পদ্ধতি নেওয়া এবং সংবিধানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নাগরিকদের জন্য আধুনিক, যুগপোযুগী ও কল্যাণমূলক আইনি পরিষেবা দেওয়ার মাধ্যমে নাগরিকদের সাংবিধানিক অধিকার তথা আইনগত সহায়তা নিশ্চিতে সহায়তা করবে।
প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে, তথ্য উপাত্তভিত্তিক আইন সংস্কার, ডিজিটাল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে আন্ত প্রতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি, মামলা ব্যবস্থাপনা পদ্ধতির প্রাতিষ্ঠানিকীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ শক্তিশালীকরণ, নতুন কারা আইনের খসড়া প্রণয়নে কারিগরি সহায়তা, নীতি ও পদ্ধতিগত সংস্কারের জন্য আন্তঃমন্ত্রণালয় সংলাপ, স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি, প্রচার প্রকাশনা সংক্রান্ত কৌশল প্রণয়ন, কিশোর ও অন্যান্য অসহায় বিচারপ্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং প্যারালিগ্যাল (আইনি সেবাদানকারী) কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণ করা হবে।
সারাবাংলা/জেজে/এনএস