রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪২
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে রিপন (১৭) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর রনি মার্কেটের ৫ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিপন গাউছিয়া মার্কেটে একটি থান কাপড়ের দোকানে চাকরি করত।
রিপনের বন্ধু ইসমাইল ও হৃদয় জানান, রিপন পরিবারের সঙ্গে রসুলপুর ৫ নম্বর গলিতে থাকত। রিপনসহ তারা দুই-তিনজন ৫ নম্বর গলিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় শাওনসহ বেশ কয়েকজন এসে রিপনের ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে রিপনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে শাওন। পরে রিপনকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ইসমাইল জানান, রিপনের সঙ্গে শাওনের আগে থেকেই কোনো শত্রুতা ছিল কি না এ বিষয়ে তারা কিছুই জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত হৃদয়ের পিঠে সামান্য ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কামরাঙ্গীরচর রসুলপুরে একটি হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ