আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৬
৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৬
ঢাকা: পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জসহ বেশ কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ সংস্থা তিতাস গ্যাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ সিজিএস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, পাগল, ফতুল্লা, দেলপাড়া, ভুঁইগড়, জালকুড়ি, কুতুবপুর, আদমজী, ইপিজেড, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।
সারাবাংলা/জেআর/এসএসএ