Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ৫ হাজার কক্ষের কোয়ারেনটাইন সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:১৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৪

২৬ কোটি মার্কিন ডলার ব্যয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু বন্দরনগরীতে বিদেশ থেকে আসাদের জন্য কোয়ারেনটাইন সেন্টার বানানো হয়েছে। কয়েকদিনের মধ্যেই সেন্টারটি চালু হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

কোভিড-১৯ মোকাবিলায় চীনা পদক্ষেপের সঙ্গে খুব কম দেশই পেরে উঠেছে। বিশ্বের প্রায় সকল দেশই এখন করোনায় আরোপিত বিধিনিষেধ শিথিল করে সীমান্ত খুলে দিয়েছে। আর এই সময়েই চীন তাদের কোভিড সংক্রমণ শূন্যে নামিয়ে আনতে দ্বিগুণ গতি সঞ্চার করেছে। তারই সর্বসাম্প্রতিক উদাহরণ এই পাঁচ হাজার কক্ষের কোয়ারেনটাইন সেন্টার।

বিজ্ঞাপন

সিএনএন প্রকাশিত এক ছবি থেকে দেখা যাচ্ছে, সারিবদ্ধভাবে নির্মাণ করা হয়েছে বেশকিছু তিন তলা ভবন। ভবনগুলোর ছাদ করা হয়েছে ঐতিহ্যবাহী চীনা স্টাইলে। বিশালাকার কমপ্লেক্সের আয়তন প্রায় ৪৬টি ফুটবল মাঠের সমান। ভবনগুলো নির্মাণে সময় লেগেছে তিন মাসেরও কম।

এদিকে, বিদেশ ফেরত চীনা নাগরিক এবং বিদেশিদেরকে এতদিন গুয়াংঝু শহরের নির্ধারিত কিছু হোটেলে কোয়ারেনটাইনে রাখা হত। এখন হোটেলের বদলে তাদেরকে এই সেন্টারে রাখা হবে। এ পদক্ষেপের মধ্য দিয়ে বিদেশ থেকে আগতদের মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকাতে চাইছে চীন।

বিমানবন্দর থেকে সরাসরি বাসে করে ভ্রমণকারীদের কোয়ারেনটাইন সেন্টারে নেওয়া হবে। সেখানে অন্তত দুই সপ্তাহ তাদেরকে থাকতে হবে। প্রত্যেক কক্ষে একটি করে ভিডিও চ্যাট ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত থার্মোমিটার রাখা হয়েছে।

এছাড়াও, তিন বেলার খাবার সরবরাহ করবে রোবট। স্টাফদের সঙ্গে সরাসরি যাতে দেখা না হয়, তার সব ব্যবস্থাই করা হয়েছে এই সেন্টারে। কোয়ারেনটাইন সেন্টারটির নাম দেওয়া হয়েছে, গুয়াংঝু ইন্টারন্যাশনাল হেলথ স্টেশন। চীনে এ ধরনের সেন্টার এটাই প্রথম।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

কোয়ারেনটাইন সেন্টার

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর