২য় ধাপে ইউপি নির্বাচন যে ৮৪৮টি ইউনিয়নে [তালিকাসহ]
২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৬
ঢাকা: আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী এদিন দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে। ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এই তফসিল ঘোষণা করেছে। কোন কোন ইউনিয়নে এই নির্বাচন হবে, সে তালিকা পরে রাতে প্রকাশ করেছে ইসি।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তালিকায় থাকা ইউনিয়ন পরিষদগুলোর তালিকা দেখুন এখানে—
এদিকে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচিই-বাছাই হবে ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আর আপিলের নিষ্পত্তি হবে ২৪ ও ২৫ অক্টোবর।
আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।
বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভা থেকে এই নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সারাবাংলা/ইএইচটি/টিআর