Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ তালাত সুলতানা

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৯

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তালাত সুলতানা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয় সরকার।

প্রফেসর তালাত সুলতানা তিতুমীর কলেজের ২৯তম অধ্যক্ষ। এর আগে তিনি গত ফেব্রুয়ারিতে কলেজটির উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন। উপাধ্যক্ষের দায়িত্ব পালনের আগে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন সুলতানা‌।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর তিতুমীর কলেজের ২৮তম অধ্যক্ষ হিসেবে অবসর নেন অধ্যাপক আশরাফ হোসেন।

সারাবাংলা/এনএসএম/একে

তালাত সুলতানা তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর