Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগিন পাহাড়ে স্থাপনা নির্মাণের অভিযোগের মামলায় আসামি ১০

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আলোচিত ‘নাগিন পাহাড়’ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের পরিবেশ অধিদফতর। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা। এর আগে একই অভিযোগে ১৬ জনকে ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছিল অধিদফতর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের জুনিয়র কেমিস্ট ছানোয়ার হোসেন বাদী হয়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে একটি মামলার এজাহার পেয়েছি। পরিবেশ অধিদফতরের একজন কর্মকর্তা বাদী হয়ে এজাহার দিয়েছেন। আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি। মামলা তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পরিবেশ অধিদফতর।’

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— খোরশদে আলম টুকু, খালেদ মাহমুদ বাবুল, মোহাম্মদ শোয়েব, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মনির উদ্দিন, প্রবাসী মো. মনসুর, আমীর হোসেন, নুরুচ্ছাবাহ ও মো. ওয়াহিদুল্লাহ।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, জুনিয়র কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার হোসেন ও পরিদর্শক মোহাম্মদ সাখাওয়াত হোসেন নাগিন পাহাড় পরিদর্শন করেন। পরিদর্শনে তারা দেখতে পান, নাগিন পাহাড়ের কেটে চারদিকে গড়ে উঠছে স্থাপনা। এসব স্থাপনায় নাম উল্লেখ করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। আবার দেওয়ালে লিখেও মালিক সেজেছেন অনেকে। পাহাড়ের পাদদেশে কেউ ট্রাক দাঁড় করিয়ে রেখেছেন। কেউ গ্যারেজ করছেন। আবার কেউ টিন-বাঁশের ঘেরা দিয়ে দখল করেছেন। আবার পাহাড়টির পাদদেশেও অনেক স্থাপনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম দফা পরিদর্শনের পর ১৬ জনকে শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর শুনানির পর তাদের ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ২৭ সেপ্টেম্বর আরেক দফা নাগিন পাহাড় পরিদর্শন করেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। পাহাড় কাটার অপরাধে ১০ জনকে বুধবার শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী সারাবাংলাকে বলেন, ’১০ জন পাহাড় কেটে দোতলা, তিন তলা, কেউ কেউ বহুতল ভবনও নির্মাণ করেছেন। তথ্যপ্রমাণ পেয়ে তাদের শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউই হাজির হননি। এজন্য আমরা মামলা দায়ের করেছি।’

সারাবাংলা/আরডি/টিআর

টপ নিউজ নাগিন পাহাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর