Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রেট অনুযায়ী ঘুষ’ না দেওয়ায় রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর জমি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:৩৭

যশোর: সাব-রেজিস্ট্রি অফিসের ‘রেট অনুযায়ী’ ঘুষ না দেওয়ার কারণে নিজের জমি রেজিস্ট্রি করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সপ্তাহখানেক আগের এই ঘটনা প্রতিমন্ত্রী লজ্জায় কাউকে বলতে পারেননি বলেও জানান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যশোরের মণিরামপুরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিজ্ঞাপন

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, কখনো মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি, এখানে একটি অফিস দেখছি। লেখা আছে— ‘আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত’। এই তথ্য কি সঠিক?

তথ্যটি যে সঠিক নয়, তা নিজের অভিজ্ঞতা থেকেই স্পষ্ট তুলে ধরলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি!

প্রতিমন্ত্রী জানান, ছেলেকে পাঠিয়েছিলেন সেই জমি রেজিস্ট্রি করার কাজে। কিন্তু ঘুষ না দেওয়ায় তার জমিটি রেজিস্ট্রি হয়নি। এ কারণেই ‘দুর্নীতিমুক্ত’ সাইনবোর্ড টাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

মণিরামপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এমআরডিআই আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জনসচেতনতামূলক এই সমাবেশের আয়োজন করে। স্থানীয় যশোর-৫ আসনের সংসদ সদস্য হিসেবে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বপন ভট্টাচার্য।

অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে সবই হয়েছে আওয়ামী লীগের আমলে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর একটি বৈষম্যহীন রাষ্ট্রের রূপরেখা দিয়ে সংবিধান উপহার দিয়েছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ২০০৯ সালে তিনিই জনগণকে তথ্য অধিকার আইন নামে একটি বড় হাতিয়ার উপহার দেন।

বিজ্ঞাপন

এমআরডিআই খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন এই সমাবেশে সভাপতিত্ব করেন। মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন, এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুরসহ অন্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

টপ নিউজ সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর