Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:১৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একই বিভাগের অন্য এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম কবির আহমেদ কৌশিক।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘বিভাগের সহপাঠী কবির আহমেদ কৌশিক গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফোন করে সেমিনার লাইব্রেরিতে পড়াশোনা সংক্রান্ত আলোচনার জন্য দেখা করতে বলে। আমি দুপুর আড়াইটায় থেকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৮ম তলায় বিভাগীয় সেমিনারে অপেক্ষা করি। তিনটার দিকে কবির আহমেদ সেখানে আসে। সে অতর্কিতভাবে আমাকে জড়িয়ে ধরে।’

তিনি আরও বলেন, ‘নিজেকে সামলে নিয়ে যখন সেমিনার থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি তখন সে আমার পথ আগলে ধরে। সে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। তাকে ধাক্কা দিয়ে দৌড়ে সেমিনার থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে আসার চেষ্টা করলে পেছন থেকে এসে আবারও আমার পথরোধ করে। আমি ঘটনাস্থল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকি। বিষয়টি সিনিয়র আপুদের জানালে তারা আমাকে বাসায় নিয়ে আসে।’

ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের বাইরে তার বাসায় এসেও অভিযুক্ত শিক্ষার্থী তাকে হেনস্থার চেষ্টা করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কবির আহমেদ কৌশিককে একাধিকবার মোবাইল ফোনে কল করেও তার সাড়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভুক্তভোগী ও অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে এ ব্যাপারে সরাসরি কথা বলার জন্য ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন ও বিভাগটির সহকারী অধ্যাপক তাওহীদা জাহান সারাবাংলাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি এবং বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করেছে ভুক্তভোগী। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি, যেন তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

সারাবাংলা/আরআইআর/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর