ফের চালু হচ্ছে বিমানের মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটের ফ্লাইট
২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:১১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৯
ঢাকা: ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট ফের চালু হচ্ছে। যাত্রীরা এখন থেকেই এ সব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।
বুধবার ( ২৯ সেপ্টেম্বর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।
তিনি জানান, ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে, ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে ফের সরাসরি ফ্লাইট চালু হবে। আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি ০৭১ স্থানীয় সময় ৯ টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় ১১ টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট যাত্রা করবে।
তাহেরা খন্দকার আরও জানান, আগামী ১০ অক্টোবর থেকে ঢাকা থেকে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট বিজি ৪০৩৭ স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রোববার ও বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
তিনি আরও জানান, আগামী ১০ অক্টোবর থেকে বিমানের ফ্লাইট বিজি ০৪৩ ঢাকা থেকে প্রতি রোববার এবং মঙ্গলবার কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে।
সারাবাংলা/এসজে/একে