নাবিকের অসতর্কতায় জাহাজ ডুবলে সে দোষ সমুদ্রের নয়
২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:১৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশনকে দোষারোপ করা নিয়ে ক্ষেপেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, সমুদ্রে যখন জাহাজ চলে, নাবিকের অসর্তকতায় যদি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়, সেটা তো সমুদ্রের দোষ হতে পারে না। একইভাবে যারা মেগাপ্রকল্প বাস্তবায়ন করছে, তারা জননিরাপত্তা বেষ্টনী তৈনি করতে না পারলে সেটা তো প্রকল্পের দোষ নয়। সে দোষ চট্টগ্রাম সিটি করপোরেশনেরও নয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনের কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ পরিষদের অষ্টম সাধারণ সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
সোমবার রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায়। চার ঘণ্টা চেষ্টার পর রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নালা থেকে সেহেরীনের লাশ উদ্ধার করেন। এরপর মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী দুর্ঘটনার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অবহেলাকে দায়ী করেন।’
এই ঘটনায় সিডিএ’র একজন প্রকৌশলী সিটি করপোরেশনকে দোষরোপ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার তথ্য দিয়ে মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সরকারের মেগাপ্রকল্প বাস্তবায়ন করছে। এক্ষেত্রে সমস্যা ও জনভোগান্তি চিহ্নিত করে সমাধানের জন্য সিটি করপোরেশন ও সিডিএ’র প্রকৌশলী পর্যায়ে একটি তদারক কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি সরজমিনে গিয়ে অনেক সমস্যা শনাক্ত করেছিল। কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান করা হয়নি।’
‘আরও উদ্বেগজনক হলো- প্রকল্প বাস্তবায়নের জায়গাগুলোতে কোনো নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি। এতে প্রতিনিয়তই দুঃখজনক দুর্ঘটনা ঘটছে। অথচ এজন্য সিডিএর একজন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিটি করপোরেশনের প্রতি দোষারোপ করে বিদ্বেষমূলক উক্তি গণমাধ্যমে প্রকাশ করেছেন। তার এই বক্তব্যকে আমরা সিটি করপোরেশন ও সিডিএর মধ্যে বিরোধ সৃষ্টির অপপ্রয়াস বলে মনে করছি। এতে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। প্রশ্ন জাগে, ওই প্রকৌশলী কার এজেন্ডা বাস্তবায়ন করছেন।’
মেয়র সরকারের সর্বোচ্চ নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও দীর্ঘসূত্রিতার কারণে পরপর যে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে, তাতে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কষ্ট পেলেও সেটা লাঘবে আমার ক্ষমতা খুবই সীমিত। কারণ প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষের প্রধান বা প্রতিনিধিরা জবাবদিহিতার আওতায় নেই, যদিও তারা সরকারের নিয়োগ পাওয়া। এজন্য সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় খুবই জরুরি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এ সময় বক্তব্য দেন।
সেহেরীনের বাসায় চসিক মেয়র ও সাবেক প্রশাসক
নালায় পড়ে গিয়ে প্রাণ হারানো শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সহমর্মিতা জানিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় মেয়র বলেন, ‘আমি মর্মাহত ও ব্যথিত। এ ঘটনার দায় আমি নিজেও এড়াতে পারি না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, সেজন্য আমরা সতর্ক থাকব।’
এ সময় চসিকের কাউন্সিলর মো. ইলিয়াস, শেখ জাফরুল হায়দার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম তার সঙ্গে ছিলেন।
এর আগে সকালে ওই শিক্ষার্থীর হালিশহরের বাসায় যান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তাকে সামনে পেয়ে সেহেরীনের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা সিটি করপোরেশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও করেন। জানতে চাইলে খোরশেদ আলম সুজন সারাবাংলাকে বলেন, ‘মানবিক দায়বোধ থেকে আমি গিয়েছিলাম। এ ধরনের ঘটনা যাতে আর না হয়, আমি দায়িত্বশীল সকল পক্ষকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সারাবাংলা/আরডি/পিটিএম