Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে প্রজ্ঞাপন: ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৭

ঢাকা: জাতীয় শোক দিবসে একটি মাদরাসার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করায় মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ ও রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমানের লিখিত ব্যাখ্যা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে মাদরাসা বোর্ডের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির।

এর আগে সকালে জাতীয় শোক দিবসে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে ভুল স্বীকার করে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ ও রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান।

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৫ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রারের সইয়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় শোক দিবসে (সরকারি ছুটির দিন) প্রজ্ঞাপন জারি করে কমিটির অনুমোদন দেওয়ায় গোহাইল শালিখা দাখিল মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

গত ১৯ সেপ্টেম্বর এ বিষয়ে এক অভিভাবকের রিটের শুনানি নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং রেজিস্টারকে তলব করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

প্রজ্ঞাপন মাদরাসা শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর