ভূমির উপসচিব ও কিশোরগঞ্জের ডিসিকে হাইকোর্টে তলব
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:১১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:১৬
ঢাকা: আদালত অবমাননার অভিযোগে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ভিসি) মোহাম্মদ শামীম আলম এবং ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. তাজুল ইসলাম মিয়াকে তলব করেছেন হাইকোর্ট। তাদের আগামী ৩১ অক্টোবর হাইকোর্টের সশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
কিশোরগঞ্জের মাধাইনগর ধনু নদীর জলমহাল নিয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৭ জুন ৩০ দিনের মধ্যে রিট আবেদনকারীদের জলমহাল ইজারা দেওয়ার জন্য নির্দেশ দেন। কিশোরগঞ্জের সিংপুর-নাগপুর মৎস্য সমিতির পক্ষে রিট আবেদনটি করা হয়।
পরে আদালতের রায়টি ৩০ জুন মামলার বিবাদীদের কাছে সরবরাহ করা হয়। এরপর রিটকারীগণ জল মহালটি নিজেদের পক্ষে পাওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের যোগাযোগ করলে সেখান থেকে বলা হয় এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক পদক্ষেপ নেবে।
পরে বলা হয় বিবাদীপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। কিন্তু তারা আপিল না করে জলমহলটি খাস কালেকশনে দিয়ে দেয়।
এর ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট আদালতের রায় বাস্তবায়ন না করায় বিবাদীদের প্রতি নোটিশ প্রদান করা হয়। এরপর নোটিশের সন্তোষজনক জবাব না পেয়ে হাইকোর্টে আবেদন করে সিংপুর-নাগপুর মৎস্য সমিতি।
সেই আবেদনের শুনানি নিয়ে কিশোরগঞ্জের ডিসি এবং ভূমি মন্ত্রণালয়ের উপসচিবকে তলব করেন। একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/একে