Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমাস সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪১

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগ আলমাস সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

বিএসটিআই জানিয়েছে— ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় মেসার্স আলমাস সুপার শপ নামের প্রতিষ্ঠানটির চানাচুর, মসুরডাল, ইসপগুলের ভূষি, কালোজিরা, এলাচ পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. রফিক আজাদ অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/একে

আলমাস সুপার শপ বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর