শাহজালালে ৬ প্রতিষ্ঠানকে করোনার পরীক্ষার অনুমতি আরব আমিরাত’র
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৩
ঢাকা: অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠানকে আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অনুমোদন পাওয়া ছয় প্রতিষ্ঠান হলো- গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার বিডি লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সকালে আরব আমিরাত এক চিঠির মাধ্যমে ছয় প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। ফলে আজ থেকে আরব আমিরাতে যেতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এক্ষেত্রে ছয় ঘণ্টা আগে তাদের শাহজালাল বিমানবন্দরে আসতে হবে। এখানে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে তারা আরব আমিরাত যেতে পারবেন। এক কথায় বলতে গেলে, শাহজালাল বিমানবন্দরে বসানো আরটি-পিসিআর ল্যাবগুলো থেকে যাত্রার শুরুর ৬ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে যাত্রীদের।’
শাহজালালে ছয় প্রতিষ্ঠান কীভাবে কাজ করবে?- জানতে চাইলে মফিদুর রহমান বলেন, ‘সবাই সমানভাবে কাজ করবে। কেউ বেশি আবার কেউ কম- এমনটা হবে না। করোনা পরীক্ষার জন্য ১৬০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা নিয়েও প্রশ্ন ছিল, সেটা আমরা সমাধান করেছি।’
যাত্রীদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘রাস্তায় যানজটসহ নানা প্রতিকূলতা থাকতে পারে। আর শাহজালালে আসার পরে ফ্লাই করতেও বিমানগুলোর নানা প্রসিডিউর রয়েছে। যাত্রীরা কমপক্ষে ৭-৮ ঘণ্টা আগে আসলে ভালো। কারণ যারা আগে আসবে তাদের রেজাল্ট আগে পাবে। তাই এটাও যাত্রীদের মাথায় রাখতে হবে।’
এদিকে আজ সন্ধ্যায় এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইট যাত্রীদের নিয়ে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে। তবে যারা শুধু আরব আমিরাত যাবেন তাদের ছয় ঘণ্টা আগে করোনা টেস্ট করতে হবে। কিন্তু যারা আরব আমিরাত হয়ে অন্য দেশে যাবেন তাদের ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষার রেজাল্ট থাকলে হবে।
সারাবাংলা/এসজে/পিটিএম