ভ্যাকসিনে অস্বীকৃতি, ৬০০ কর্মীকে বরখাস্ত করবে ইউনাইটেড এয়ার
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৮
মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমান পরিবহন কোম্পানি ইউনাইটেড এয়ারলাইন্স প্রায় ৬০০ কর্মচারীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণে অস্বীকৃতি জানায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। খবর এএফপি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কোম্পানির কর্মকর্তারা জানান, তাদের ৫৯৩ জন কর্মী করোনার ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর পাশাপাশি আরও দুই হাজার কর্মী চিকিৎসাজনিত বা ধর্মীয় কারণে ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাদকতা থেকে রেহাই দেওয়ার আবেদন করেছিল। এ সংখ্যা ইউনাইটেড এয়ারলাইন্সের মোট কর্মীর সংখ্যার প্রায় ৩ শতাংশ।
ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির প্রায় সকল কর্মচারীর ভ্যাকসিন নেওয়া তাদের জন্য একটি খুশির খবর।
এর আগে গত আগস্টের প্রথম দিকে ইউনাইটেড ঘোষণা দেয় যে, যুক্তরাষ্ট্রের সকল কর্মচারীকে বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন গ্রহণ করে তাদের ভ্যাকসিন কার্ড কোম্পানির সিস্টেমে আপলোড করতে হবে।
সারাবাংলা/এনএস