Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে অবকাশকালীন ৯টি বেঞ্চ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৯

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: সুপ্রিম কোর্টের অবকাশকালে বিচার কাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এর মধ্যে ৬টি ডিভিশন বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ রয়েছে।

আগামী ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি এই অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

৬টি ডিভিশন বেঞ্চগুলো হলো—বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো.বদরুজ্জামান; বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন; বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. খায়রুল আলম; বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার; বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা; বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী।

একক বেঞ্চগুলো হচ্ছে—বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর