Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৩

শরণখোলা: বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ খবর নিশ্চিত করে বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী জানান, মৃতদের বাড়ি বরগুনার পাথরঘাটায়। তারা হলেন- সরোয়ার (৩০), ইব্রাহিম (৩৫), মনির (২৮)।

তিনি আরও জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফিশিংবোট এফবি আল্লার দান ১৪ জন জেলেসহ সাগরে ডুবে যায়।

ডুবে যাওয়া বোটের মালিক পাথরঘাটার আ. রাজ্জাক মিয়া। সাগরে ভাসমান জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও তিনজন জেলে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ জেলেদের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এএম

জেলের লাশ টপ নিউজ বঙ্গোপসাগর শরণখোলা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর