Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিভাসু পুরোদমে খুলছে ১৮ অক্টোবর, হল চালু ২ ধাপে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:২৬

চট্টগ্রাম ব্যুরো: প্রায় দেড়বছর পর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী ১৮ অক্টোবর থেকে পুরোদমে পাঠদান শুরু হতে যাচ্ছে। এর আগে ৭ অক্টোবর থেকে সীমিত আকারে ক্লাস চালু হবে। আবাসিক হল খুলবে বিশ্ববিদ্যালয় খোলার আগে দুই ধাপে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। তাদের ক্লাস শুরু হবে ৭ অক্টোবর থেকে।

১০ অক্টোবর থেকে সকল শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। সকল শিক্ষার্থীর ক্লাস শুরু হবে ১৮ অক্টোবর থেকে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে অংশ নিতে হবে। এছাড়া হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও প্রক্টর ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

সিভাসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর