Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা না হলেও সার্টিফিকেট পাবে জেএসসি-জেডিসি শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:৫২

ঢাকা: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা বোর্ড সার্টিফিকেট পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই বোর্ড সার্টিফিকেট পাবে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, জেএসসি-জেডিসির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন তাদের ফরম পূরণ করা হবে। এরপর তাদের সনদ দেওয়া হবে। তবে সেখানে কোনো ডিভিশন, শ্রেণি বা জিপিএ উল্লেখ থাকবে না।

এর আগে মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ শেষে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না।

তিনি আরও বলেন, এখন এসএসসি এবং এইচএসসি একেবারে সামনে। আমাদের সব প্রস্তুতি আছে। এখন আর জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে বলে মনে হয় না। কিন্তু ক্লাস ও সমাপনী পরীক্ষা হবে। সেটা সব শ্রেণির মতো পঞ্চম শ্রেণির এবং অষ্টম শ্রেণিতেও হবে।

সারাবাংলা/টিএস/এনএস

জেএসসি ও জেডিসি পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর