‘দলের ভেতরও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে’
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭
চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘ষড়যন্ত্র এখনো থেমে নেই। দল ক্ষমতায় আছে, তাই ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে- এমনটা ভেবে লাভ নেই। দলের ভেতর থেকেও ষড়যন্ত্র হতে পারে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ক্ষেত্রেও এমনই হয়েছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নাছির এসব কথা বলেন।
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, ‘ব্যক্তিস্বার্থ উদ্ধারকারী কাউকে দলে স্থান দেওয়া হবে না। বিতর্কিত যারা দলে ঢোকার চেষ্টা করছে, তাদের আশ্রয়দানকারীদের ক্ষমা করা হবে না।’
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছি, তাদের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়া এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদ রাখা।’
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, নির্বাহী সদস্য এম এ জাফর।
সারাবাংলা/আরডি/এনএস
২১ বার হত্যার চেষ্টা আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র