Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের বুথ লুট চক্রের পরিকল্পনাকারীসহ ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৮

সিলেট: ওসমানীনগরে এটিএম বুথের ২৪ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী শাফিউদ্দিন জাহিরকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপরে সিলেটে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে মো. শামীম, নুর মোহাম্মদ ও মো. আব্দুল হালিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদরের পাঁচপারিয়া গ্রাম থেকে সিলেটের গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জাহিরকে গ্রেফতার করে। পুলিশ সুপার জানান, দুবাইয়ে অপর আসামি শামীম আহমদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে জাহিরের। দেশে ফিরে এসে তারা দু’জন চুরি ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়ায়।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, এটিএম বুথ লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দু’টি শাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা ব্যাবস্থায় বেশ কিছু ঘাটতি ছিলো।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া তিনটায় ইউসিবি ব্যাংকের ওসমানীনগরের শেরপুর নতুন বাজার শাখার এটিএম বুথের নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুটে নেয় মুখোশধারী ৪ ডাকাত।

সারাবাংলা/এমও

এটিএম বুথ গ্রেফতার বুথ লুট ব্যাংকের বুথ লুট