Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৬

ফাইল ছবি: খালেদা জিয়া

ঢাকা: মানহানি ও নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক পাঁচ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বিচারিক আদালতে তিনটি এবং নড়াইলের আদালতে দায়ের হওয়া একটি মানহানি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে আদেশ দিয়েছেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

বিজ্ঞাপন

অপরদিকে কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়ে আদেশ দিয়েছেন বিচারপতি এ একে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও আইনজীবী রোকনুজ্জামান সুজা।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী রুকুনুজ্জামান সুজা সারাবাংলাকে বলেন, মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলের বিচারিক আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া নাশকতার অভিযোগে কুমিল্লায় দায়ের করা অপর এক মামলায় খালদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/এএম

খালেদা জিয়া

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর