Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করে যাচ্ছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪৫

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে।’

মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) সকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে গণটিকা কর্মসূচি উদ্বোধনকা‌লে তি‌নি এসব কথা ব‌লেন। রূপসী নিউ ম‌ডেল স্কুল অ্যান্ড ক‌লেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাত যেন যাদুর কাঠি। যেখানে হাত দেন সেখানেই সাফল্য। পৃথিবীর অধিকাংশ দেশ যখন নভেল প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার ব্যবস্থা করতে পারেনি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছেন। এটা নিঃসন্দেহ বলা যায় যে, আমরা অনেক সৌভাগ্যবান।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তারা‌বো পৌরসভার কাউন্সিলর আক্তার হো‌সেন মোল্লা, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশীদ, রূপসী সরকারি প্রাধ‌মিক বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া।

প‌রে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রূপসী নিউম‌ডেল স্কুল অ্যান্ড ক‌লেজ মা‌ঠে বৃক্ষ‌রোপণ ক‌রেন।

বিজ্ঞাপন

অপর‌দি‌কে, মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলালী‌গ ও রূপগঞ্জ উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের উদ্যো‌গে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন তারা‌বো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

অনুষ্ঠানে মেয়র হাছিনা গাজী ব‌লেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ সমৃদ্ধশালী হয়। দে‌শের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। আজ সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।’

অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক শিলা রাণী পাল, রূপগঞ্জ উপ‌জেলা যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতাসহ অনেকে।

সারাবাংলা/এমও

করোনা মোকাবিলা প্রধানমন্ত্রী মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর